সেবার তালিকা
1। রাজস্ব ও উন্নয়ন সকল কর্মসূচীর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন
2। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ঠ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় সাধন করা
3। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন
4। স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে রেজিষ্ট্রেশন করণ এবং যুব কাযর্ক্রমে সম্পৃক্ত করা
5। উপজেলা যুব ঋণ কমিটির মাধ্যমে প্রশিক্ষিত যুবদের ঋণ প্রক্রিয়াকরণ ও অনুমোদন নিস্পত্তি করণ
6। আত্মকর্মী সৃষ্টিতে প্রশিক্ষিত যুবদের অনুপ্রাণিত করা এবং আত্মকর্মসংস্থান প্রকল্প/কর্মসূচীতে সম্পৃক্তকরণ
7। ক্রেডিট প্রোগ্রামসহ যুব কাযর্ক্রম তদারকি করা
8। অনুমোদনের জন্য প্রশিক্ষিত যুবদের ঋণের প্রস্তাব প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা কার্যালয়ে পাঠানো
9। জেলা অফিস এবং সদর দপ্তরে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক অগ্রগতি রিপোর্ট পাঠানো
10। উপজেলা পর্যায়ে যুবদের বিভিন্ন বিষয়ে সচেতনতার জন্য সেমিনার/ওয়ার্কশপ আয়োজন
11। সকল প্রশিক্ষিত যুবদের নাম ও ঠিকানাসহ নিবন্ধনের তথ্যাদি সংরক্ষণ
12। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং প্রস্তাব শেষ হওয়ার পর জেলা কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার প্রস্তাব
পাঠানো
13। জাতীয় যুব দিবস পালন করা এবং সকল সরকারি প্রোগ্রামে সহযোগিতা প্রসারিত করণ
14। .জেলা কার্যালয় এবং উপজেলা অফিস ও সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ
15। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব পালন
16। বায়োগ্যাস প্লান্ট স্থাপনে সহায়তা করণ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS