যুব উন্নয়ন অধিদপ্তরের কাযর্ক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ
|
ক) প্রশিক্ষণ খ) ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ) দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মসূচি ঘ) আত্মকর্মসংস্থান সৃজন কর্মসূচি ঙ) সচেতনতা বুদ্ধিমূলক কর্মসূচি চ) যুব সংগঠন তালিকাভূক্তি /রেজিষ্ট্রেশন ছ) যুব সংগঠন অনুদান প্রদান জ) জাতীয় যুব পুরস্কার প্রদান ঝ) বিভিন্ন জাতীয় দিবস পালন ঞ) সরকারী বেসরকারী পার্টনারশিপের (পিপিপি) আওতায় কাযর্ক্রম
|
|
প্রশিক্ষণ |
যুব উন্নয়ন অধিদপ্তরের দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে। 1। প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি (জেলা কার্যালয়ে অনাবাসিক ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক) এবং 2। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি (উপজেলা পর্যায়ে অনাবাসিক)।
1। প্রতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আবাসিক ও অনাবাসিক এ দুই ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহে প্রশিক্ষণের মেয়াদ 1 মাস হতে 6 মাস। প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় আইসিটি মোবাইল ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ ও প্রদান করা হয়। ট্রেড সমূহঃ |
|
1.গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ। 2.মৎস্য চাষ প্রশিক্ষণ। 3.পোষাক তৈরী প্রশিক্ষণ। 4.কম্পিউটার বেসিক প্রশিক্ষণ। 5.কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ। 6.ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ। 7.রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ। 8.ইলেকট্রনিক্স প্রশিক্ষণ। 9.ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ। 10.ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ। 11.ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ 12.মডার্ন অফিস ম্যানেজমেন্ট এ-কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ। 13.সোয়েটার নিটিং প্রশিক্ষণ (এমওইউ‘র মাধ্যমে) 14.লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ (এমওইউ“র মাধ্যমে) 15.মৎস্য চাষ প্রশিক্ষণ (অনাবাসিক) 16.ওভেন সিউইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ। 17.সংক্ষিপ্ত হাউজকিপিং প্রশিক্ষণ (এমওইউ‘র মাধ্যমে) 18.হাউজকিপিং এ- লন্ড্রি অপারেশনস প্রশিক্ষণ। 19.ফুড এ- বেভারেজ সার্ভিস প্রশিক্ষণ।
|
20.মুরগী পালন ব্যবস্থাপনা এবং বার্ড-ফ্লু প্রতিরোধ ও জীব নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ। 21.বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ফুল ও সবজি চাষ, সংগ্রহ, সংরক্ষণ ও বিপনন ব্যবস্থাপনা প্রশিক্ষণ। 22.মাশরুম চাষ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ। 23.নার্সারি, ফল গাছের বংশ বিস্তার এবং ফল বাগান তৈরী ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ। 24.বীজ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ। 25.দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ। 26.ফুড প্রসেসিং প্রশিক্ষণ। 27.বিউটিফিকেশন এ- হেয়ার কাটিং প্রশিক্ষণ। 28.আরবী । ভাষা শিক্ষা প্রশিক্ষণ । 29.মোবাইল সার্ভিসিং এ-রিপেয়ারিং প্রশিক্ষণ । 30.টুরিষ্ট গাইড প্রশিক্ষণ। 31.শতরঞ্জি প্রশিক্ষণ। 32.গ্রাফিক্স ডিজাইন (ফটোসপ ও ইলাস্ট্রেটর) প্রশিক্ষণ । 33.হস্তশিল্প প্রশিক্ষণ । |
|
|
2। অপ্রতিষ্ঠানিকঃ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে প্রত্যন্ত অঞ্চলে প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক ট্রেডের মেয়াদ 07দিন থেকে 21 দিন । |
|
1.পারিবারিক হাঁস-মুরগী পালন। 2.ব্রয়লার ও ককরেল পালন। 3.বাড়ন্ত মুরগী পালন। 4.ছাগল পালন। 5.গরু মোটাতাজাকরণ। 6.পারিবারিক গাভী পালন। 7.পশু পখির খাদ্য প্রস্তুত। 8.পশু পাখির রোগ ও তার প্রতিরোধ। 9।কবুতর পালন। 10.কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। 11.মৎস্য চাষ। 12.সমন্বিত মৎস্য চাষ 13.মৌসুমী মৎস্য চাষ। 14.মৎস্য পোনা চাষ (ধানী পোনা) 15.মৎস্য হাচারি স্থাপনা। 16.প্লাবন ভূমিতে মৎস্য চাষ। 17.গলদা ও বাগদা চিংড়ি চাষ। 18.শুটকী তৈরী ও সংরক্ষণ। 19.বসতবাড়িতে সবজি চাষ। 20.নার্সারী। 21.ফুল চাষ। |
22.ফলের চাষ। 23.কম্পোষ্ট সার তৈরী। 24.গাছের কলম তৈরী। 25.ঔষধি গাছের চাষাবাদ। 26.ব্লক প্রিন্টিং। 27.বাটিক প্রিন্টিং। 28.স্ক্রীন প্রিন্টিং। 29.পোষাক তৈরী। 30.মৃত শিল্পের কাজ। 31.মনিপুরী তাঁত শিল্প। 32.কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরী। 33.বাঁশ ও বেতের সামগ্রী তৈরী 34.নকশী কাঁথা তৈরী। 35.কারু মোম তৈরী। 36.পাটজাত পণ্য তৈরী। 37.চামড়াজাত পণ্য তৈরী। 38.চাইনিজ ও কনফেকশনারী। 39.রিক্সা,সাইকেল, ভ্যান মেরামত। 40.ওয়েল্ডিং । 41.ফটোগ্রাফি।
|
|
ন্যাশনাল সার্ভিস কর্মসূচী. |
ন্যাশনাল সার্ভিস সরকারের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি কর্মসূচি যার মাধ্যমে শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2009-10অর্থ বছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির অধীনে একজন শিক্ষিত বেকার যুবক যুবমহিলাকে নিম্নোক্ত 10টি নির্ধারিত মডিউলে 3মাস প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণোত্তর তাকে 2 বছর মেয়াদী অস্থায়ী কর্মসংস্থান দেয়া হয়। প্রত্যেক যুবক যুব মহিলা প্রশিক্ষণকালীন দৈনিক 100/-টাকা হারে ভাতা প্রাপ্য হবেন। এ কর্মসূচি শিক্ষিত বেকার যুবদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া। কর্মসূচির প্রশিক্ষণ ও অস্থায়ী সংযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন যুব যুব মহিলা কর্ম-সমাপনান্তে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মানে সক্ষম হবেন। |
|
1.জাতি গঠন ও চরিত্র গঠনমূলক প্রশিক্ষণ। 2.দূর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা মূলক প্রশিক্ষণ। 3.মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ মডিউল। 4.আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ মডিউল। 5.সরকারের বিভিন্ন সেবা ক্ষেত্র সম্পর্কে ধারণা মডিউল। 6.স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম প্রশিক্ষণ মডিউল। |
7.শিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ মডিউল। 8.কৃষি বন ও পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ মডিউল। 9.জননিরাপত্তা ও আইন শঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ মডিউল। 10.ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ সেবা কাযর্ক্রম সংক্রান্ত মডিউল। |
|
যুব ঋণ কর্মসূচি |
ক) আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচি (ব্যক্তি কেন্দ্রিক ঋণ) ঃ এ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের জন্য সকল উপজেলা কার্যালয়ের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ও প্রকল্পভেদে সর্বনিম্ন ঋণ প্রত্যাশীকে 40,000/-টাকা হতে শুরু করে সর্বোচ্চ 1,00,000/-টাকা ঋণ প্রদানের সুযোগ রয়েছে।
খ) পরিবারভিত্তিক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় তৃনমূল পর্যায়ের হতদরিদ্র বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে 258 উপজেলা কার্যালয়ের মাধ্যমে সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয়। গ্রুপের সদস্য সংখ্যা 05 জন এবং 7 থেকে 10টি গ্রুপ নিয়ে একটি কেন্দ্র গঠিত হয়। গ্রুপের প্রত্যেকসদস্যকে প্রথিমিক পর্যায়ে সর্বোচ্চ 12,000/- এবং পর্যায়ক্রমে 16,000/- এবং 20,000/-টাকা পযর্ন্ত ঋণ প্রদান করার সুযোগ রয়েছে। |
|
আত্মকর্মসংস্থান |
প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষিত যুবদের উদ্বূদ্ধ করা হূয় এবং প্রকল্প গ্রহন ও পরিচালনার জন্য অধিদপ্তরের ঋণ সুবিধার পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক , জনতা ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান হতে পুঁজি প্রাপ্তিতে সহায়তা করা হয়। সাধারনভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের মাসিক আয় 3,000/- টাকা থেকে 50,000/- টাকা পযর্ন্ত। তবে কোন কোন সফল আত্মকর্মী যুব মাসে লক্ষাধিক টাকা আয় করে থাকেন। |
|
সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ |
এ কর্মসূচির আওতায় প্রশিক্ষনের পাশাপাশি এবং যুব সংগঠকদের মাধ্যমে বেকার যুবদের এইচআইভি/এইডস/এসটিডি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, সামাজিক রীতি-নীতি, মূল্যবোধ, জেন্ডার ও উন্নয়ন, যৌতুক, ইভটিজিং, সুশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সিভিক এডুকেশন, ক্ষমতায়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে উদ্বূদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়। |
|
যুব সংগঠন তালিকাভূক্তি/ রেজিষ্ট্রেশন |
যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কাযর্ক্রম পরিচালনা করে থাকে তাদের কাযর্ক্রমকে অধিকতর অর্থবহ ও দায়িত্বশীল করার লক্ষ্যে অধিদপ্তরের পক্ষে সেসব সংগঠনকে তালিকাভূক্তি/রেজিষ্ট্রেশন দেয়ার সুযোগ রয়েছে। তালিকাভূক্তি/রেজিষ্ট্রেশন গ্রহণেচ্ছু সংগঠন স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপ পরিচালকের নিকট আবেদন করতে পারে। |
|
যুব সংগঠন অনুদান |
যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কাযর্ক্রম পরিচালনা তরে থাকে তাদেরকে এ কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে ক)যুব কল্যাণ তহবিল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি ব্যবস্থাপনায় পরিচালিত) হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। খ)অনুন্নয়ন খাত (অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত) হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। |
|
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রদান |
ক) জাতীয় যুব পুরস্কারঃ প্রতিবছর 1নভেম্বরতারিখে জাতীয় যুব দিবস পলিত হয়ে থাকে। যে সকল প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপনে এবং যে সকল যুব সংগঠক সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে দৃষ্টান্তমূলক অবদার রাখতে সক্ষম হয় তাদের মধ্য হতে বাছাই তরে প্রতিবছর যুব দিবসে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়ে থাকে। খ) কমনওয়েলথ যুব পুরস্কারঃ কমনওয়েলথ ইয়ুথ প্রোগাম, এশিয়া সেন্টার এশীয় অঞ্চলের কমনওয়েলথভূক্ত দেশসমূহে যুব কাযর্ক্রম বাস্তবায়নে সম্পৃক্ত সরকারি ও উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিভিন্ন শিরোনামে কমনওয়েলথ পুরস্কার প্রদান করে থাকে। গ) সার্ক যুব পুরস্কারঃ সার্ক ইয়ূথ এ্যাওয়ার্ড স্কিম 1997সাল থেকে চালু করা হয়েছে।সার্ক অঞ্চলের দেশসমূহের মধ্যে যুব কাযর্ক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর সার্ক সচিবালয় থেকে সমাজ উ ন্নয়ন মূলক কর্মকান্ডে অসাধারণ কৃতিত্বের জন্য সার্ক ইয়ূথ এ্যাওয়ার্ড বা সার্ক যুব পুরস্কার প্রদান করা হয়। |
|
যুব কাযর্ক্রম বিষয়ে ডিপ্লেমা প্রদান |
কমনওয়েলথ উয়ুথ প্রোগ্রাম, এশিয়া সেন্টার ও বাংলাদেশ, উন্মূক্তবিশ্ববিদ্যালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরেরযৌথ উদ্যোগে ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়। এ কোর্সের মেয়াদ 18মাস/ |
|
বিভিন্ন দিবস উনযাপন |
1 নভেম্বর জাতীয় যুব দিবস সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিকদিবস উদ্্যাপন করা হয়। |
|
সরকারী বেসরকারী পার্টারশীপ(পিপিপি) |
এ কাযর্ক্রমের আওথতায় বিভিন্ন সরকারী ও বেসরকারীপ্রতিষ্ঠানের সথে যৌখ উদ্যোগে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, সমাজ সচেতনতামূলক কাযর্ক্রম এবং প্রশিক্ষিত যুবদের অধিকহারে পুঁজি সরবরাহের লক্ষ্যে সমঝেতা স্মারক স্বাক্ষর করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS