প্রশিক্ষণের তালিকা
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ |
|
1.গবাদীপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ। 2.মৎস্য চাষ প্রশিক্ষণ। 3.পোষাক তৈরী প্রশিক্ষণ। 4.কম্পিউটার বেসিক প্রশিক্ষণ। 5.কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ। 6.ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ। 7.রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ। 8.ইলেকট্রনিক্স প্রশিক্ষণ। 9.ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ। 10.ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ। 11.ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ 12.মডার্ন অফিস ম্যানেজমেন্ট এ-কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ। 13.সোয়েটার নিটিং প্রশিক্ষণ (এমওইউ‘র মাধ্যমে) 14.লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ (এমওইউ“র মাধ্যমে) 15.মৎস্য চাষ প্রশিক্ষণ (অনাবাসিক) 16.ওভেন সিউইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ। 17.সংক্ষিপ্ত হাউজকিপিং প্রশিক্ষণ (এমওইউ‘র মাধ্যমে) 18.হাউজকিপিং এ- লন্ড্রি অপারেশনস |
19.ফুড এ- বেভারেজ সার্ভিস প্রশিক্ষণ। 20.মুরগী পালন ব্যবস্থাপনা এবং বার্ড-ফ্লু প্রতিরোধ ও জীব নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ। 21.বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ফুল ও সবজি চাষ, সংগ্রহ, সংরক্ষণ ও বিপনন ব্যবস্থাপনা প্রশিক্ষণ। 22.মাশরুম চাষ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ। 23.নার্সারি, ফল গাছের বংশ বিস্তার এবং ফল বাগান তৈরী ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ। 24.বীজ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ। 25.দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজা- করণ প্রশিক্ষণ। 26.ফুড প্রসেসিং প্রশিক্ষণ। 27.বিউটিফিকেশন এ- হেয়ার কাটিং প্রশিক্ষণ। 28.আরবী । ভাষা শিক্ষা প্রশিক্ষণ । 29.মোবাইল সার্ভিসিং এ-রিপেয়ারিং প্রশিক্ষণ 30.টুরিষ্ট গাইড প্রশিক্ষণ। 31.শতরঞ্জি প্রশিক্ষণ। 32.গ্রাফিক্স ডিজাইন (ফটোসপ ও ইলাস্ট্রেটর) প্রশিক্ষণ । 33.হস্তশিল্প প্রশিক্ষণ । |
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ |
|
1.পারিবারিক হাঁস-মুরগী পালন। 2.ব্রয়লার ও ককরেল পালন। 3.বাড়ন্ত মুরগী পালন। 4.ছাগল পালন। 5.গরু মোটাতাজাকরণ। 6.পারিবারিক গাভী পালন। 7.পশু পখির খাদ্য প্রস্তুত। 8.পশু পাখির রোগ ও তার প্রতিরোধ। 9।কবুতর পালন। 10.কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। 11.মৎস্য চাষ। 12.সমন্বিত মৎস্য চাষ 13.মৌসুমী মৎস্য চাষ। 14.মৎস্য পোনা চাষ (ধানী পোনা) 15.মৎস্য হাচারি স্থাপনা। 16.প্লাবন ভূমিতে মৎস্য চাষ। 17.গলদা ও বাগদা চিংড়ি চাষ। 18.শুটকী তৈরী ও সংরক্ষণ। 19.বসতবাড়িতে সবজি চাষ। 20.নার্সারী। 21.ফুল চাষ। |
22.ফলের চাষ। 23.কম্পোষ্ট সার তৈরী। 24.গাছের কলম তৈরী। 25.ঔষধি গাছের চাষাবাদ। 26.ব্লক প্রিন্টিং। 27.বাটিক প্রিন্টিং। 28.স্ক্রীন প্রিন্টিং। 29.পোষাক তৈরী। 30.মৃত শিল্পের কাজ। 31.মনিপুরী তাঁত শিল্প। 32.কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরী। 33.বাঁশ ও বেতের সামগ্রী তৈরী 34.নকশী কাঁথা তৈরী। 35.কারু মোম তৈরী। 36.পাটজাত পণ্য তৈরী। 37.চামড়াজাত পণ্য তৈরী। 38.চাইনিজ ও কনফেকশনারী। 39.রিক্সা,সাইকেল, ভ্যান মেরামত। 40.ওয়েল্ডিং । 41.ফটোগ্রাফি।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস