Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা প্রাপ্তির পদ্ধতি

অফিসের নামঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

বিষয়বস্তু

ক) প্রশিক্ষণ (প্রাতিষ্ঠানিক)ঃ

     1। প্রধান কার্যালয় কর্তৃক জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ

     2। উপজেলা কার্যালয় কর্তৃক আবেদন গ্রহণ, বাছাই ও জেলা কার্যালয়ে তালিকা প্রেরণ

     3। জেলা কার্যালয় কর্তৃক তালিকা চুড়ান্তকরণ ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ

     4। প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক প্রশিক্ষণ প্রদান, মূল্যায়ন পরীক্ষা গ্রহণ, সনদপত্র প্রদান এবং         

         প্রতিবেদন জেলা/ প্রধান কার্যালয়ে প্রেরণ

খ) প্রশিক্ষণ (ভ্রাম্যমাণ)ঃ

     1। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক যুব (কমপক্ষে 30 জন)      

         কর্তৃক আবেদন পেশ

     2। ‍সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃকসম্ভাব্যতা যাচাই পূর্বক প্রশিক্ষণ অনুমোদনের লক্ষে উপজেলা যুব উন্নয়ন     

         কর্মকর্তা কর্তৃক তালিকা, সিডিউল ও মডিউল উপ পরিচালক মহোদয়ের নিকট প্রেরণ

     3। উপ পরিচালক কর্তৃক প্রশিক্ষণ আয়োজনের অনুমোদন প্রদান

     4। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক অনুমোদিত সিডিউল ও মডিউল অনুযায়ী প্রশিক্ষণ     

         আয়োজন সম্পন্নকরণ

গ) ঋণঃ

     1। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর ঋণ প্রার্থী কর্তৃক আবেদন করন

     2। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক ঋণ প্রাপ্তির সম্ভাবনা যাচাই এবং উপজেলা যুব উন্নয়ন

         কর্মকর্তা বরাবর প্রতিবেদন পেশ করন

     3। যোগ্য হলে নির্ধারিত ফরম পূরণ পূর্বক প্রয়োজনীয় সংযুক্তি আবেদন পত্র জেলা/উপজেলা    

         ঋণ কমিটিতে উপস্থাপন

     4। জেলা/উপজেলা ঋণ কমিটি কর্তৃক ঋণ আবেদন অনুমোদন করন

     5। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক ঋণ কাযর্নির্দেশিকার নির্দেশনা মোতাবেক ঋণের  

         চেক প্রদান।