Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেনচার্টার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, শালিখা, মাগুরা-এর

সিটিজেন চার্টার

 

যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের কর্মক্ষম জনশক্তি। আর এ জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সে দেশের যুব সমাজ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সম্পৃক্ততার উপর অনেকাংশেই নির্ভরশীল। কর্মপ্রত্যাশী অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশূংখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে, পরবতীতে যার নামকরণ করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশ ব্যাপী যুব কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশন

অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তর করাঃ

দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করাঃ

জাতীয় উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করাঃ

যুব উন্নয়ন অধিদপ্তর, শালিখা,মাগুরা কার্যালয়ের জনবল সম্পর্কিত তথ্য

 

ক্রমিক নং

পদের নাম

মঞ্জুরীকৃত পদ

০১

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

০১

০২

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

০৩

০৩

অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটার

০১

০৪

ক্যাশিয়ার

০১

০৫

অফিস সহায়ক

০১

ইমপ্যাক্ট প্রকল্প

০১

উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার

০১

০২

উপজেলা বায়োগ্যাস -–সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার

০১

০৩

অফিস সহাকারী-কাম-কম্পিউটার মূদ্রাক্ষরিক

০১

০৪

কমিউনিটি সুপারভাইজার

০৩

 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের সেবাসমূহ

প্রশিক্ষণ সংক্রান্ত সেবা

উপজেলা কর্তৃক পরিচালিত বিভিন্ন মেয়াদি (০৭/১৪/২১ দিনে) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের বিষয়

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের বিষয়

০১

পারিবারিক হাঁস-মুরগি পালন

১৩

রান্নাকরণ

০২

গাভী পালন

১৪

মোমবাতি তৈরী

০৩

গরু মোটাতাজাকরণ

১৫

হস্ত শিল্প/তাঁত শিল্প

০৪

ছাগল পালন

১৬

বিউটিফিকেশন

০৫

মৎস্য চাষ

১৭

মৃৎ শিল্প

০৬

মাশরুম চাষ

১৮

সবজীবাগান/তরকারী বাগান

০৭

নার্সারী

১৯

ফলের বাগান/বনায়ন সৃজন

০৮

বাটিক ও ব্লক প্রিন্টিং

২০

ব্রয়লার

০৯

নকশী কাঁথা

২১

লেয়ার

১০

পোষক তৈরী

২২

বাঁশ ও বেতের কাজ

১১

এমব্রয়ডারী

২৩

মৌ চাষ

১২

ওয়ালম্যাট তৈরী

২৪

মোবাইল সার্ভিসিং

এ ছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য ট্রেডেও প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণ

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সটি যুব প্রশিক্ষণ কেন্দ্র, মাগুরাতে ২ মাস ১৫ দিন মেয়াদে হয়ে থাকে। এর বিষয় বস্তু হলো গবাদীপশু,হাঁস-মুরগী পালন,মৎস্য চাষ এবং এদের প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ । এই প্রশিক্ষণে অংশ নিতে হলে সংশ্লিষ্ঠ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে জেলা কার্যালয়ে প্রশিক্ষণার্থীর তালিকা প্রেরণ করা হয়। পরবর্তীতে জেলা কার্যালয় হতে যুব প্রশিক্ষণ কেন্দ্র, মাগুরাতে প্রশিক্ষণার্থীদের পাঠানো হয়ে থাকে। উল্লেখ্য এই প্রশিক্ষণ কোর্সটি সম্পূর্ণ আবাসিক।

 

অনাবাসিক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণ

এই কার্যক্রমটি উপজেলা কার্যালয় সমূহের সহযোগিতায়  জেলা কার্যালয় বাস্তবায়ন করে থাকে। প্রশিক্ষণ কোর্সের বিষয়সমূহ নি¤œরূপঃ

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের বিষয়

প্রশিক্ষণ কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

০১

কম্পিউটার বেসিক কোর্স

০৬ মাস

নূন্যতম এইচ,এস,সি পাস

০২

ইলেকট্রিকাল এন্ড হাউজ ওয়্যারিং

০৬ মাস

নূন্যতম ৮ম শ্রেণী পাস

০৩

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

০৬ মাস

নূন্যতম এস,এস,সি পাস

০৪

ইলেকট্রনিক্স

০৬ মাস

নূন্যতম এস,এস,সি পাস

০৫

পোষক তৈরী

০৪ মাস

নূন্যতম ৮ম শ্রেণী পাস

০৬

মৎস্য চাষ বিষয়ক

০১ মাস

নূন্যতম ৮ম শ্রেণী পাস

 

ঋণ ঃ

ক) পরিবার ভিত্তিক ঋণ

পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচী ঋণের ক্ষেত্রে একই পরিবারের ০৫(পাঁচ) জন সদস্যকে নিয়ে প্রুপ গঠন করা হয় এবং ৭-১০টি গ্রুপের সমন্বয়ে ০১(এক)টি কেন্দ্র গঠন করে প্রাথমিক প্রশিক্ষণের পর এককভিত্তিক ক্ষুদ্রঋণ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি গ্রুপের জন্য ০১ জন করে গ্রুপ প্রধান এবং কেন্দ্রের জন্য গ্রুপ প্রধানদের মধ্য হতে গণতান্ত্রিক পদ্ধতিতে ০১ জন কেন্দ্রপ্রধান ও ০১ জন কেন্দ্র সচিব নির্বাচিত করা হয়। পরিবারভিত্তিক ঋণ এর ক্ষেত্রে ১ম দফায় প্রতি জনকে ১২,০০০/-টাকা এবং সফলতার ভিত্তিতেপরবর্তীতে ২য় ও ৩য় দফায় প্রত্যেককে যথাক্রমে ১৬,০০০/-টাকা ও ২০,০০০/-টাকা করে ঋণ প্রদান করা হয়।

 

খ) যুব ঋণ

যুবরা যেহেতু পরিবর্তনের বাহক এবং উন্নয়নের মুল চাবিকাঠি সেহেতু যুবদের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পে একক ঋণ প্রদান করা হয়। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হল সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেকার যুবদের মর্যাদা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা।

এই ঋণের আওতায় প্রতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন ঋণ গতীতাকে ০৩(তিন) দফায় যথাক্রমে ৬০,০০০/- টাকা, ৭৫,০০০/-টাকা এবং ১,০০,০০০/-টাকা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত একজন ঋণগ্রহীতাকে ০৩(তিন) দফায় যথাক্রমে ৪০,০০০/-টাকা, ৫০,০০০/-টাকা এবং ৬০,০০০/-টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে।

 

বিভিন্ন প্রকল্পের তথ্য ঃ

 

ক্রমিক নং

প্রকল্পের নাম

প্রাপ্য সুবিধাদি

০১

কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প

স্থানীয় চাহিদার ভিত্তিতে ৩৪টি ট্রেডে ৭/১৪/২১ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান। যুব ঋণ সুবিধা। স্থানীয়ভাবে যুবদের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ কোর্সের আয়োজন ।

০২

 যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচীভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণ

২টি সংগঠনের মধ্যে কম্পিউটার প্রদানের মাধমে সংগঠনের সদস্য এবং সংশ্লিষ্ঠ এলাকার যুবদের কম্পিউটার প্রদানের মাধমে সংগঠনের সদস্য এবং সংশ্লিষ্ঠ এলাকার যুবদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং ইন্টারনেট সুবিধা প্রদান । প্রদর্শনী খামান স্থাপন ।

০৩

প্রজেক্ট অন কমনওয়েলথ ইয়ূথ প্রোগ্রাম টেকনোলজি এপাওয়ারমেন্ট সেন্টার (সিওয়াইপিটেক) অন হুইলস ফর ডিসএনফ্রান্সাইজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ।

গ্রামের দরিদ্র যুবদের উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আইসিটি ভ্যানের মাধ্যমে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে ০১(এক) মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান ।

০৪

ইমপ্যাক্ট (ফেজ-২) প্রকল্প ।

  • ০১(এক) দিনের উদ্বূদ্ধকরণ প্রশিক্ষণ
  • রাজমিত্রি/মেশন প্রশিক্ষণ
  • যাদের নূনতম ২-৩টি  গরু ও পোল্ট্রি ফার্ম আছে তারা এ প্রকল্পের আওতাভুক্ত
  • প্রতিটি প্লান্টের অনুকুলে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ভর্তুকী প্রদান করা হয়ে থাকে
  • প্রতিটি প্লান্টের অনুকুলে ২০,০০০/- হতে ১,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হয়
  • বায়োগ্যাস প্লান্ট রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি সুবিধা প্রদান করা হয়ে থাকে

 

 

 

 

অন্যান্য সেবা সমূহঃ

  • আত্মকর্মসংস্থানে সফলতার স্বীকৃতিস্বরূপ যুব পুরস্কার কার্যক্রম
  • সংগঠন রেজিষ্ট্রেশন/তালিকাভ’ক্তি কার্যক্রম
  • যুব কল্যাণ তহবিল হতে সংগঠনভিত্তিক অনুদান